পটুয়াখালীতে হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীর মহিপুরে ৫ মণ নিষিদ্ধ হাঙ্গর ও ৫টি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২টার দিকে আলিপুরের স্লুইজ গেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে এসব নিষিদ্ধ প্রজাতির মাছ জব্দ করা হয়।
অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসব হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ করে এবং বনবিভাগে খবর দেয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের উপজেলার টিম লিডার রাকায়েক বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে এসব নিষিদ্ধ প্রজাতির মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ মাটিচাপা দেওয়া হয়েছে।'
যারা এসব নিষিদ্ধ ও বিলুপ্ত প্রজাতির প্রাণীদের হত্যা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
Comments