কক্সবাজার সৈকতে বিষধর সামুদ্রিক সাপ

পরে সাপটি সাগরে চলে যায়।
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সমুদ্র সৈকতে অত্যন্ত বিষধর একটি সামুদ্রিক সাপ দেখা গেছে।

গতকাল শুক্রবার রাতে শহরের সমিতিপাড়ার সমুদ্র সৈকতে ইয়েলো বেলিড সাপটি দেখা যায়।

স্থানীয় একটি সংবাদপত্রের সাংবাদিক আব্দুর রাশেদ মানিক সাপটির ফুটেজ ধারণ করেন।

আব্দুর রাশেদ মানিক জানান, স্থানীয় কয়েকজন ও তিনি সৈকতে সাপটিকে দেখেন। পরে সাপটি সাগরে চলে যায়।

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর আর. চৌধুরী বলেন, 'এই ইয়েলো বেলিড সামুদ্রিক সাপটি খুবই বিষধর। এটি একটি পরিচিত সামুদ্রিক সাপ। কিন্তু তীরে এটি দেখা পাওয়ার ঘটনা বিরল।'

তবে ২-৩ মাসে কক্সবাজারে কয়েকবার এই সাপ দেখা গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'বেশিরভাগ সামুদ্রিক সাপই বিষধর এবং এগুলোর কোনো অ্যান্টি-ভেনম নেই। তাই সৈকতে এই ধরনের সাপ দেখলে লোকজনের সতর্ক হওয়া উচিত। সাপ দেখলে দূরত্ব বজায় রাখতে হবে এবং সাপটিকে সমুদ্রে চলে যেতে দিতে হবে।'

Comments