কক্সবাজারে সাগরে নেমে ২ দিনে ৩ কিশোরের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের ফাইল ছবি

কক্সবাজারে সমুদ্রে নেমে এক কিশোর ফটোগ্রাফার ডুবে মারা যাওয়ার দুই দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে সেখানেই সাগরে ডুবে আরও দুই কিশোরের মৃত্যু হয়েছে।

আজ সন্ধ্যা ৬টার দিকে আকরামুল ইসলাম সাজিদকে (১৩) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর কথা নিশ্চিত করেন। সে কক্সবাজার শহরের মধ্য বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পরে রাত ৮টার দিকে হোটেল শৈবাল পয়েন্টে জেটস্কি চালকরা আরিফুল ইসলামের (১৬) মৃতদেহ উদ্ধার করেন। আরিফুল একই এলাকার মাহবুব আলমের ছেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক তরুণ কুরমান জানান, ওই ছেলেরা তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে শৈবাল পয়েন্ট সৈকতে ফুটবল খেলতে গিয়েছিল। খেলা শেষে তারা সাঁতার কাটতে সমুদ্রে নামে। আকস্মিক ঢেউয়ে তিনজন ভেসে যায়। একজনকে তাৎক্ষণিকভাবে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও এক ঘণ্টা পর সাজিদকে নিথর অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী কমিশনার সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা জানান, নিখোঁজ আরিফুলের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও সমুদ্র সৈকতের কর্মীদের উদ্ধার চেষ্টার মধ্যেই রাত ৮টার দিকে সাগরে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এর আগে, সৈকতের ফটোগ্রাফার মোহাম্মদ সাগর (১৭) মঙ্গলবার তার বন্ধুর সাথে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সাঁতার কাটতে গিয়ে ভেসে যায়। গতকাল বুধবার তার লাশ উদ্ধার করা হয়।

Comments