গাজীপুরে ৪ একর জমি উদ্ধার করে চারা রোপণ করল বন বিভাগ

উদ্ধারকৃত জমিতে চারা রোপণ করছে বন বিভাগ। ছবি: সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহসড়কের পাশে গাজীপুরের ধনুয়া এলাকায় বনাঞ্চলের প্রায় ৪ একর জমি উদ্ধার করে চারা রোপণ করেছে বন বিভাগ।

আজ বুধবার সকাল ১০টা থেকে ৩ ঘণ্টা বন বিভাগের ৬০ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। 

এ সময় টিনের ছাউনি, টিনের বেড়া ভেঙে এবং বেশ কয়েকটি কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।

রাজেন্দ্রপুর ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার জুয়েল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা গত বছর দখলদারদের বিরুদ্ধে একটি মামলা করি। কিন্তু দখলদাররা কৌশলে আবারও বনের জমি দখল করে। আজ বন বিভাগের শ্রীপুর, রাজেন্দ্রপুর ও কাঁচিঘাটা রেঞ্জের সমন্বয়ে আমরা অভিযান পরিচালনা করে সব অবৈধ স্থাপনা ধ্বংস করেছি।'

শ্রীপুরের রেঞ্জ অফিসার মোখলেছুর রহমান ডেইলি স্টারকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর ইউনিয়ন পরিষদের আওতায় নয়নপুর বাজার এলাকার ৪ নম্বর ধনুয়া মৌজার প্রায় ১০ বিঘা বনের গেজেটভুক্ত জমি একটি প্রভাবশালী মহল দখল করে। 

পরে বন বিভাগের লোকজন জমিটি আবার উদ্ধার করলেও, দখলকারীরা আবার সেই জমিতে টিনের বেড়া দিয়ে চারদিকে বাউন্ডারি করে।

বনের জমি দখলকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'এই জমি আমাদের পূর্বপুরুষের কেনা সম্পত্তি। আমরা যখন জমিতে কাজ করতে যাই, তখন বন বিভাগ বলে এটা বন বিভাগের জমি।'

তিনি আরও বলেন, 'আমরা ৩৭ বছর ধরে জমি ভোগ-দখল করছি। এর আগেও বন বিভাগ আমাদের জমি দখলে নিয়েছিল।'

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago