সিলেট

ঈদের রাতেও চলছিল টিলা কাটা, এক্সকেভেটর ও ট্রাক জব্দ

ঈদের বন্ধে শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব বলে পিরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
খবর পেয়ে সিলেট নগরীর ঝেরঝেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক্সক্যাভেটর ও ট্রাক জব্দ করে পরিবেশ অধিদপ্তর। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের রাতে অন্ধকারের মধ্যে এক্সক্যাভেটর দিয়ে গোপনে চলছিলো টিলা কাটা। সেই মাটিও ট্রাকে করে গোপনে অপসারণ করা হচ্ছিল।

খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট নগরীর ঝেরঝেরিপাড়া এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।

পরে টিলা কাটা বন্ধ করে দেওয়া হয় এবং একটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ এক্সক্যাভেটর ও ট্রাকটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় রাখা হয়েছে। ঈদের বন্ধের শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬(খ) অনুযায়ী অনুমতি ছাড়া টিলাকাটা শাস্তিযোগ্য অপরাধ।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সদস্য আব্দুল করিম কিম ডেইলি স্টারকে বলেন, 'ঈদের ছুটিতে সরকারি কার্যালয় ও সংবাদমাধ্যম বন্ধ থাকবে জেনে ইচ্ছাকৃতভাবে রাতের আঁধারে টিলা কাটার চেষ্টা করা হয়।'

তিনি বলেন, 'নগরীর প্রাণকেন্দ্রে পরিবেশবিধ্বংসী এমন কর্মকাণ্ড ন্যাক্কারজনক এবং এ ধরণের কার্যক্রম বন্ধে পরিবেশ অধিদপ্তর ছাড়াও সিলেট সিটি করপোরেশনকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।'

Comments