আগামী ৩ দিন ঢাকাসহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় হওয়ায় আজ থেকে ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ছবি: মোস্তফা সবুজ

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় হওয়ায় আজ থেকে ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রোববার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, '২৪ ঘণ্টায় ঢাকা এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এই অবস্থা ঢাকা এবং উত্তরাঞ্চলে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে, একইসঙ্গে এ ধরণের বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।'

'আগামী ২৯ সেপ্টেম্বর বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে, কিন্তু অক্টোবরের ২-৩ তারিখ থেকে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে,' বলেন এই আবহাওয়াবিদ।

Comments