পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চালু

পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

ঘনকুয়াশার কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৪ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, 'নৌপথে দুর্ঘটনা এড়াতে আজ সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কিছুটা কমলে সতর্কতার সঙ্গে সকাল ১০টা ৫০ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।'

'সকাল সোয়া ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচলও বন্ধ রয়েছে। সাড়ে ১১টা থেকে এই রুটেও ফেরি চলাচল শুরু হয়', বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Saint Martin's Island tourism

Tourists welcome, but Saint Martin’s remains deserted

Saint Martin’s Island officially opened for tourism at the start of November. Yet, there is not a single holidaymaker in sight as tour operators await permission to ferry visitors between the island and the mainland.

18h ago