রোদের দেখা মিলেছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় রোদের দেখা মিলেছে। ফলে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তাপমাত্রা
রাজধানী ঢাকায় রোদেলা দুপুর। ছবি: তানজীল রেজওয়ান/স্টার

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় রোদের দেখা মিলেছে। ফলে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গার স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, চুয়াডাঙ্গায় টানা তৃতীয় দিনের মতো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরও দুএক দিন এ অবস্থা থাকবে।

ঢাকায় তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা
রোদেলা ঢাকা। ছবি: প্রবীর দাশ/স্টার

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়াও, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক তুহিন মিয়া বলেন, কুড়িগ্রামে প্রচণ্ড শীত। আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর রহমান শিপন বলেন, জেলার হাসপাতালগুলোয় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বেশির ভাগ রোগী শিশু ও বৃদ্ধ।

 

Comments