আজও বৃষ্টি হবে ঢাকা-সিলেট-ময়মনসিংহে, পরশু থেকে বাড়তে পারে গরম

৩ বিভাগের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
ছবি: রাশেদ সুমন/স্টার

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে গত তিন দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি এখনো গুরুত্বহীন হয়ে পড়েনি। বর্তমানে এটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে। যে কারণে আজও ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকায় গত দুই দিনের চেয়ে তুলনামূলক কম বৃষ্টি হলেও ময়মনসিংহ ও সিলেটে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৩৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

'আগামী পরশু থেকে প্রায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। সে সময় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে,' বলেন তিনি।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, নদী বন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত থাকছে।

তিনি জানান, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago