শৈত্যপ্রবাহ কাটবে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

দেশের দুটি জেলায়—পঞ্চগড় ও মৌলভীবাজারে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
শৈত্যপ্রবাহ কাটবে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে
স্টার ফাইল ফটো | ছবি: এস দিলীপ রায়/স্টার

দেশের দুটি জেলায়—পঞ্চগড় ও মৌলভীবাজারে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর মধ্যে আজ রোববার সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে শৈত্যপ্রবাহ কেটে যাবে।

পূর্বাভাস অনুসারে, আগামীকাল ও পরশু দিন-রাতের তাপমাত্রা বেশি থাকবে।

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Comments