তীব্র গরমের পর খুলনায় স্বস্তির বৃষ্টি

তীব্র গরমের পর নামে স্বস্তির বৃষ্টি। খুলনা মহানগরীর খালিশপুর বাস্তহারা এলাকা থেকে তোলা ছবি। ছবি: হাবিবুর রহমান/স্টার

কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর আজ সকালে খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি।

ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হালকা বাতাসের ঠান্ডার পরশ জনজীবনের শাস্তি নিয়ে আসে। সকাল ৯টার পর নামে ঝুম বৃষ্টি।

বৃষ্টির সাথে হালকা দমকা হাওয়া বইছে।

খুলনার বয়রা রায়েরমহল এলাকার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন শেখ ডেইলি স্টারকে বলেন, ঘুম থেকে উঠে আকাশ দেখেই মনটা শান্ত হয়েছে। গত কয়েক দিনের তীব্র গরমের পর এরকম স্বস্তির বৃষ্টিতে প্রাণ জুড়িয়ে গেল।

অনেককে দেখা গেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে অফিসে যাচ্ছেন। অনেকে দেখা গেছে বাড়ির ছাদে উঠে বৃষ্টিতে ভিজছেন।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ ডেইলি স্টারকে বলেন, খুলনা অঞ্চলের অনেক অংশে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago