সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকবে কালও

সারা দেশে থেমে থেমে বৃষ্টি থাকবে কালও
ফাইল ছবি| ছবি: রাশেদ সুমন/স্টার

প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ আকারে যশোর ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশেই বৃষ্টি ঝরছে।

আজ সোমবার দুপুর ১২টার পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, সারাদিন আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গভীর স্থল নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে আগামীকালের মধ্যে আসামের দিকে চলে যাবে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আগামীকালও কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।'

তিনি বলেন, 'ঘূর্ণিঝড়ের কারণে সারা দেশেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।'

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর স্থল নিম্নচাপটির কেন্দ্র ঢাকার যেখানে অবস্থান করবে, সেখানে বৃষ্টিপাত ও বাতাসের গতিবেগ বাড়বে।

এদিন সকালে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, দুপুর ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে গভীর নিম্নচাপের কেন্দ্র ঢাকার ওপরে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, রংপুর বিভাগের কয়েকটি জায়গা ছাড়া প্রায় সারা দেশেই বৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার, সাতক্ষীরায় ৯৩, পটুয়াখালী ৭২, মোংলায় ৬৭, খুলনায় ৬৫, খেপুপাড়ায় ৫৮, যশোরে ৫৩, বরিশালে ও ভোলায় ৪১, চুয়াডাঙ্গায় ১৮ এবং কুমারখালীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অধিদপ্তর।

গতকাল বিকেল ৪টার দিকে রিমালের অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করে। মধ্যরাতের মধ্যে এর কেন্দ্র স্থলভাগে উঠে আসে। সে সময় আবহাওয়া অধিদপ্তর জানায়, উপকূল অতিক্রম করতে আরও পাঁচ থেকে সাত ঘণ্টা সময় লাগবে। পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও মোংলার মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের গতিপথ থাকলেও মূল কেন্দ্র বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করে। আজ সকাল ৯টায় প্রবল ঘূর্ণিঝড়টি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকেও নয় নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

6h ago