মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে আরও ৩ দিন

যে কারণে বেড়ছে শীত, শৈত্যপ্রবাহ আরও ২ দিন থাকার সম্ভাবনা
স্টার ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকালে তাপমাত্রা কমেছে এবং কুয়াশা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজকের বুলেটিনে জানানো হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শৈত্যপ্রবাহ না এলেও ঘন কুয়াশার জন্য সারাদেশে তাপমাত্রা কমেছে। কুয়াশার কারণে দিনের বেলা শীত আরও বাড়তে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের জন্য এই তিনদিন রোদের দেখা পাওয়ার সম্ভাবনাও কম বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, আগামী দুইদিন ঘন কুয়াশার জন্য বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ১২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস সীতাকুণ্ডে।

ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

India sends back 4 Bangladeshi trucks from Benapole

The trucks, carrying ready-made garments, were en route to Bhutan

1h ago