ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজও দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাস এখন ভূপৃষ্ঠে কিছুটা আর্দ্রতা নিয়ে আসে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ফেব্রুয়ারির এ সময়টাতে দেশে সামান্য বৃষ্টিপাত স্বাভাবিক বলেও মন্তব্য করেন তরিকুল। যদিও চলতি বছরের শুরুতেই বৃষ্টিপাতের এ প্রবণতা শুরু হয়েছে।
এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং গত কয়েকদিনের তাপমাত্রাও বেড়েছে বলে জানান তিনি।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, শেষরাত থেকে আগামীকাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Comments