চট্টগ্রামে ৫-১১ বছর বয়সী ৩০০ শিশু পেল করোনা টিকা

শিশুদের টিকাদান
চট্টগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের করোনা টিকা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামে আজ বুধবার থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আগামীকাল থেকে সারাদেশে একই কর্মসূচি শুরু হবে।

আজ সকালে চট্টগ্রাম পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদান উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল থেকে আনুষ্ঠানিক টিকাদান শুরুর আগে আজ 'প্রতীকী' হিসেবে ৩০০ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচিতে চট্টগ্রাম মহানগরীর ৫-১১ বছর বয়সী মোট ৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।'

আজ অনুষ্ঠানের উদ্বোধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, 'যেহেতু শিশুদের টিকা দেওয়া হবে, তাই স্বাস্থ্য টিম প্রতিটি স্কুলে গিয়ে তাদের টিকা দেবে।'

'মোট ১৬৪টি স্বাস্থ্য টিম প্রতিটি স্কুল, কিন্ডারগার্টেন, ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে শিশুদের টিকা দেবে,' বলেন তিনি।

 

Comments

The Daily Star  | English

5 killed as bus hits ambulance on Dhaka-Mawa Expressway

The accident occurred around 11:30am when the bus hit the ambulance parked on the expressway at Nimtola.

1h ago