২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ১১.৬০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। একইসময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। একইসময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ। এর আগে গত ২০ জুলাই শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫০৯ জন ঢাকা বিভাগের, ১৫ জন ময়মনসিংহ বিভাগের, ১৯ জন চট্টগ্রাম বিভাগের, ২৫ জন রাজশাহী বিভাগের, ৩ জন রংপুর বিভাগের, ৮ জন খুলনা বিভাগের, ১৭ জন বরিশাল বিভাগের ও ৫ জন সিলেট বিভাগের।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ৩৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

9m ago