২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৫.৮৭ শতাংশ

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কেউ মারা যাননি। একই সময়ে ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার দেশে করোনা শনাক্তের হার ছিল ৫.৮২ শতাংশ এবং বুধবার শনাক্তের হার ছিল ৭.১৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৪২ জন ঢাকা বিভাগের, ১২ জন ময়মনসিংহ বিভাগের, ২৫ জন চট্টগ্রাম বিভাগের, ১৯ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের এবং ৫ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৬৮৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago