প্রতিবছর যক্ষ্মায় দেশে ৩ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু: নাটোরের সিভিল সার্জন

প্রতিবছর যক্ষ্মায় বাংলাদেশে ৩ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন।
ছবি: স্টার

প্রতিবছর যক্ষ্মায় বাংলাদেশে ৩ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন।

তিনি বলেন, এখনই যক্ষ্মা নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। সে কারণে ২০৩০ সালের মধ্যে যক্ষ্মা রোগীর সংখ্যা শতকরা ৮০ ভাগ কমিয়ে আনতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

আজ বুধবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে নাটোর জেলা শাখার আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে রোজী আরা খাতুন এসব তথ্য দেন।

সারা দেশে প্রতিবছর ২ লাখ ৯২ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে যক্ষ্মার চিকিৎসা দিচ্ছে সরকার। প্রতি লাখে ২২১ জন রোগী নতুন করে আক্রান্ত হচ্ছেন যার মধ্যে প্রতি লাখে ২৪ জন মারা যান।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, ব্র্যাক এরিয়া সুপারভাইজার আবুল বাশার ও নাটাব কমিউনিকেশন কর্মকর্তা বিচিত্র চন্দ্র দাসসহ অন্যান্যরা ।

Comments