ডেঙ্গু সংক্রমণ বছরের প্রথম ৫ মাসে বেড়েছে ৫ গুণ: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ে আক্রান্তের তুলনায় ৫ গুণ বেশি।
স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। ফাইল ছবি

চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ে আক্রান্তের তুলনায় ৫ গুণ বেশি।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, 'ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সারাদেশের সব হাসপাতালে আলাদা ওয়ার্ড ও শয্যা বসানো হয়েছে।'

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ৩১০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চলতি বছরের একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৭১ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকার এই সপ্তাহ থেকে সারা দেশে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু করবে।

সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ৩০ লাখ ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন (ভিসিভি) পাবে বলে জানান তিনি।
 

Comments