বগুড়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, চিকিৎসাধীন ৩

ডেঙ্গু
ছবি: সংগৃহীত

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমানের (৭৫) মৃত্যু হয়।

হাফিজার রহমানের বাড়ি বগুড়া নন্দীগ্রাম উপজেলার কুমিরা গ্রামে। তিনি গত সোমবার দুপুর ২টায় ডেঙ্গু জ্বর নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন বলে জানান ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল।

বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলে জানান হাসপাতালটির উপপরিচালক আব্দুল ওয়াদুদ।

আব্দুল ওয়াদুদ ডেইলি স্টারকে জানান, ঈদের মধ্যে ৭ থেকে ৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমাদের সব রকমের প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত কিট, ওষুধ রয়েছে। এছাড়া ডেঙ্গুর কর্নারও তৈরি রাখা হয়েছে।'

ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, 'এখনো বলতে পারছি না। তবে এডিস মশার আচরণ পরিবর্তন হয়েছে। রোগের হাত থেকে বাঁচতে মশার কামড় থেকে দূরে থাকতে হবে।'

Comments

The Daily Star  | English

Govt firm against attacks on media

Attacks on any newspapers will not be tolerated, said Shafiqul Alam, press secretary to the chief adviser

34m ago