রোগ

ডেঙ্গু মোকাবিলায় আমদানিকৃত ৫৫ হাজার ৫৬০ কেজি স্যালাইন দেশে

দুই চালানের প্রতিটিতে ২৭ হাজার ৭৮০ কেজি করে ইনজেকশন আমদানি করা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজ। ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমদানিকৃত স্যালাইনের প্রথম চালান বাংলাদেশে এসেছে।

দুই চালানে মোট ৫৫ হাজার ৫৬০ কেজি সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর কর্তৃপক্ষ খালাস করে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবীন্দ্র সিংহা জানিয়েছেন, ঢাকার তেজগাঁয়ের জাস করপোরেশন স্যালাইনগুলো আমদানি করেছে। দুই চালানের প্রতিটিতে ২৭ হাজার ৭৮০ কেজি করে ইনজেকশন আমদানি করা হয়েছে। যার মূল্য ৩১ হাজার ২৭২ দশমিক ৪০ মার্কিন ডলার। মুম্বাইয়ের প্রতিষ্ঠান জিনেক্স ফার্মা এগুলো রপ্তানি করেছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট বাংলাদেশ লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড খালাসের দায়িত্বে ছিল। তারা জানিয়েছে, দুটি চালানে মোট রাজস্ব পরিশোধ করতে হয়েছে ১০ লাখ ৮৪ হাজার টাকা।

Comments