ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটিতে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জন মারা গেছেন এবং ৮৩ হাজার ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Chattogram’s garment factories fear fallout from US tariffs

Owners of Chattogram-based readymade garment factories, many of which do business with buyers in the United States, are worried about a US tariff hike to 35 percent set to take effect on August 1.

11h ago