ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত অন্তত চারজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে আরও জানানো হয়েছে, চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হলো, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জন।
তাদের মধ্যে ২৬ হাজার ৭৮১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। এর মধ্যে ২০ হাজার ৬৪৭ জন ঢাকার বাইরে থেকে এসেছিলেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ৮৬৭ জন ঢাকার বাইরের।
Comments