হিমাগারে ২৭ টাকা দরে আলু বিক্রি না করায় জয়পুরহাটে ৩ ব্যবসায়ীকে জরিমানা

Joypurhat Map
স্টার অনলাইন গ্রাফিক্স

সরকার বেঁধে দেওয়া দরে আলু বিক্রি না করায় জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী আরবি হিমাগারের ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার বিকেলে এই হিমাগারে অভিযান পরিচালনা করেন বগুড়া আঞ্চলিক ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতে খারুল আলম রিজভি।

তিনি জানান, হিমাগার থেকে প্রতি কেজি আলুর পাইকারি দর ২৭ টাকা বেঁধে দিয়েছে সরকার। কিন্তু হিমাগারটি থেকে ৩৫ টাকা দরে আলু বিক্রি করা হচ্ছিল। ক্রেতাদের ঠকানোর অভিযোগে আলু ব্যবসায়ী মোস্তফা, মোসাদ্দেক হোসেন এবং মিজানুর রহমানকে মোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রথমবারের মতো তিনটি কৃষিপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। সেগুলো হচ্ছে ডিম, আলু ও দেশি পেঁয়াজ। বেঁধে দেওয়া দাম অনুযায়ী, এখন থেকে প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬-২৭) এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪-৬৫ টাকা।

ভোক্তা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা যাতে সরকার নির্ধারিত দামের বেশি নিতে না পারেন এর জন্য অভিযান অব্যাহত রাখা হবে।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago