মিরপুর চালের আড়তে অভিযান: মজুতের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না
রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের তদারকি দল।
আজ শনিবার দুপুর ১২টার দিকে মিরপুর-১ নম্বর সেকশন এলাকায় শাহ আলী বাজারে অভিযান শুরু হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মর্জিনা খাতুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
মেসার্স সততা রাইন এজেন্সি একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মর্জিনা খাতুন গণমাধ্যমকে বলেন, 'চাল যথেষ্ট পরিমাণে আছে, কোথাও ঘাটতি নেই। আমাদের এখন সংগ্রহের মৌসুম চলছে। পাশাপাশি আমাদের খাদ্য ব্যবস্থাপনাটাও ভালো আছে।'
ব্যবসায়ীদের বরাত দিয়ে চালের মজুত ভালো আছে জানিয়ে তিনি বলেন, তারপর অস্থিরতা করার চেষ্টা হচ্ছে। দাম বাড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অভিযানে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কি না জানতে চাইলে মর্জিনা গণমাধ্যমকর্মীদের বলেন, 'অধিকাংশ ব্যবসায়ী মজুতের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করছেন না। রেজিস্ট্রার এক নজরে দেখে আমরা বুঝতে পারব যে, উনারা কত দিন আগে চাল সংগ্রহ করেছেন, এখানে কী পরিমাণ আছে। কীভাবে বিক্রি করছেন, সেটা পরিষ্কার হওয়ার জন্য যে রেজিস্ট্রার মেইনটেইন করার প্রয়োজন সেটা করছেন না।'
এ সময় ব্যবসায়ীরা দাবি করেন, চালের দাম বাড়ার পেছনে তাদের হাত নেই।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পরপরই প্রতি কেজি চালের দাম দুই থেকে আট টাকা পর্যন্ত বেড়েছে। সরকার মনে করছে, কারণ ছাড়াই চালের দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
পাইকারি বিক্রেতাদের দাবি, তাদের কেনা দাম বেশি, অন্যদিকে মিলারদের দাবি, উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম বেড়েছে।
Comments