মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল: বাণিজ্য উপদেষ্টা

চালের বাজার, শেখ বশিরউদ্দীন, ফ্যামিলি কার্ড, টিসিবি, ভোজ্যতেল, আলু,
বুধবার সকালে তেজগাঁও বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: ইউএনবি

খুব শিগগিরই চালের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল।

আজ বুধবার সকালে তেজগাঁও বেগুনবাড়ি দীপিকার মোড়ে নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাগজের পরিবর্তে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম পরিচালিত হবে বলে জানান উপদেষ্টা।

'টিসিবি পণ্য বিতরণে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে, তা স্বীকার করে নেওয়া দরকার ছিল—সেটা আমরা করেছি। এখন ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি,' বলেন বশিরউদ্দীন।

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শুধু বিতরণ কার্যক্রম ন্যায়ভিত্তিক না, ক্রয় কার্যক্রমকেও আরও বেশি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে চাই।'

টিসিবির কার্যক্রম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, 'টিসিবি মোট ১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে। এতে সরকারি ভর্তুকি সাড়ে ৪ হাজার কোটি টাকা। অতএব টিসিবি একটি বড় ক্রেতা। টিসিবির ক্রয় কার্যক্রমে আমরা অধিক সংখ্যক ব্যবসায়ীকে সংযুক্ত করতে চাই।'

'১২ হাজার কোটি টাকার পণ্য ক্রয় থেকে যদি এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারি, তাহলে আরও বেশি সংখ্যক উপকারভোগীর কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দিতে পারব,' আশা বাণিজ্য উপদেষ্টার।

বাণিজ্য উদারিকরণের কারণে বাজারে পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'সাময়িক মজুতদারির জন্য চালের বাজার অস্থিতিশীল। মনিটরিং করা হচ্ছে। খুব শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে।

আলুর বাজার প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, 'এ বছরের অভিজ্ঞতায় আগামী বছরের জন্য সরকারিভাবে আলু মজুত করা হবে। সংরক্ষণাগারে আলু সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমদানি করা আলু ও দেশে উৎপাদিত আলু সেখানে সংরক্ষণ করা হবে। আগামীতে আলুর দাম নিয়ন্ত্রণে থাকবে।'

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী একজন গ্রাহক ভোজ্যতেল দুই লিটার ২০০ টাকা, মশুর ডাল দুই কেজি ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকায় কিনতে পারবেন।

Comments

The Daily Star  | English

India sends back 4 Bangladeshi trucks from Benapole

The trucks, carrying ready-made garments, were en route to Bhutan

1h ago