মীরজাদী সেব্রিনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। 
অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। 

আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে দ্য ডেইলি স্টারকে এ কথা জানান তিনি।

গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গত ২০ আগস্ট রাতে তার অস্ত্রোপচার হয়।

অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, 'পেটে ব্যথা ও মৃদু জন্ডিসে আক্রান্ত ছিলেন সেব্রিনা ফ্লোরা। রোগ নির্ণয়ের জন্য এন্ডোস্কপিক রেট্রোগ্রেড কোলানজিও প্যানক্রিয়াটোগ্রাফি (ইআরসিপি) পরীক্ষা করা হয়। এর পর তিনি পোস্ট ইআরসিপি-তে আক্রান্ত হন। চিকিৎসা সুবিধার কথা বিবেচনায় তাকে আইসিইউতে নেওয়া হয়।'

সপ্তাহখানেক আগে সিঙ্গাপুরে নেওয়ার আগে মীরজাদী সেব্রিনা ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

২০২০ সালে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সেব্রিনা ফ্লোরা নিয়মিত প্রেস ব্রিফিং করতেন। সে সময় তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালকের দায়িত্বে ছিলেন।

 

 

Comments