লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিট হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে

হাসপাতালে আয়োজিত আন্তর্জাতিক লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বিষয়ক সেমিনার। ছবি: সংগৃহীত

গাজীপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে চালু হচ্ছে বিশ্বমানের লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিট।

আজ মঙ্গলবার এ হাসপাতালে আয়োজিত আন্তর্জাতিক লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বিষয়ক এক সেমিনারে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সেমিনারে বক্তারা বলেন, 'দেশের শতশত রোগী প্রতিদিন লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে যায়। কারণ আমাদের দেশে এই চিকিৎসার এখনো প্রসার ঘটেনি। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ল্যাবএইডসহ হাতে গোণা কয়েকটি প্রতিষ্ঠানে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিট আছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে বিশ্বমানের লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ইউনিট চালু হলে এ চিকিৎসা ক্ষেত্রের প্রসার ঘটবে এবং দেশের মানুষ দেশেই বিশ্বমানের চিকিৎসা পাবে।'

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌফিক বিন ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সম্মানিত সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক।

অনুষ্ঠানের প্রধান আলোচক ভারতের গঙ্গারাম হাসপাতালের কো-চেয়ারম্যান ও চিফ লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন প্রফেসর ডা. নাইমিশ এন মেহতা লিভার ট্রান্সপ্ল্যান্ট শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

এ সময় তিনি লিভারের নানা জটিল রোগের সফল সার্জারির খুঁটিনাটি বিষয় তুলে ধরেন এবং উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যানক্রিয়েটিক এন্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস। 

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডা. দীন মোহাম্মদ নুরুল হক, সুপার স্পেশালাইজড হসপিটালের প্রজেক্ট ডিরেক্টর প্রফেসর ডা. মোহাম্মদ জুলফিকার রহমান খান প্রমুখ।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago