২ চিকিৎসকের জামিনের পর কর্মবিরতি প্রত্যাহার

স্টার ফাইল ফটো

ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের জামিনের আদেশের পর ধর্মঘট প্রত্যাহার করেছেন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা।

অবস্টেট্রিকাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশসহ চিকিৎসকদের ৪৪টি সংগঠনের বৈঠকের পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ এ ঘোষণা দেন।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় নবজাতক ও পরে মায়ের মৃত্যুর ঘটনায় আটক ২ চিকিৎসক ডা. শাহজাদী মুস্তারশিদা সুলতানা ও মুনা শাহাকে আজ মঙ্গলবার জামিন দেন আদালত।

জামিনের আদেশ পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি খুরশিদ আলম বলেন, 'আমরা ইতোমধ্যে শুনেছি যে ডা. শাহজাদী মুস্তারশিদা এবং ডা. মুনা শাহাকে জামিন দেওয়া হয়েছে। তাই আমরা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি আরও বলেন, 'আজ থেকে সারাদেশের সব চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস শুরু করবেন। আমরা চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা ও নিরাপত্তার জন্য একটি রিট পিটিশন দায়েরের সিদ্ধান্ত নিয়েছি।'

গত ১০ জুন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে সি-সেকশন চলাকালে নবজাতক মারা যায়। এর ৮ দিন পর মারা যান মা আঁখি।

এ ঘটনায় সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে ১৪ জুন ধানমন্ডি থানায় মামলা করেন আঁখির স্বামী ইয়াকুব আলী। 

এ মামলায় ১৫ জুন ডা. শাহজাদী মুস্তারশিদা সুলতানা ও ডা. মুনা শাহাকে কারাগারে পাঠান আদালত।

এই ২ চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দেন।

প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংগঠনটি ১৭ ও ১৮ জুলাই কর্মবিরতির ঘোষণা দেয়। তবে, সরকারি সব হাসপাতালে সেবাদান স্বাভাবিক ছিল।

 

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

1h ago