আরও ১০৮ বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

চলমান অভিযানের তৃতীয় দিন বুধবার আরও ১০৮টি অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে বন্ধ করা মোট বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংখ্যা ৭০০ তে দাঁড়াল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭৮টি, খুলনায় ১৬৯টি, চট্টগ্রামে ১৫৪টি, রাজশাহীতে ৮১টি, ময়মনসিংহে ৮০টি, রংপুরে ২৪টি, বরিশালে ১৩টি এবং সিলেটে ১টি বন্ধ হয়েছে।

৩ দিনের অভিযানে মোট ১১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago