বিএসএমএমইউ: বহির্বিভাগের রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু

ছবি: ইমরান মাহফুজ/স্টার

বহির্বিভাগের রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, বহির্বিভাগে আসা রোগীদের দুর্ভোগ লাঘব ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাধীনতার মাস মার্চের প্রথম দিন গতকাল শনিবার এ কার্যক্রম চালু করা হয়। কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. শাহিনুল আলম।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, appointment.bsmmu.ac.bd/ticketing- এই লিঙ্কে ঢুকে রোগীরা তাদের পরামর্শ সেবা নেয়ার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এতে তাদের বহির্বিভাগের টিকিটের জন্য সকাল থেকে ভিড় করতে হবে না।

বিষয়টি নিয়ে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম বলেন, বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রদানের সঙ্গে অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম সংযুক্ত করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বিশেষ ভূমিকা রাখবে। রোগীদের তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এতে সংশ্লিষ্ট চিকিৎসক ও বিশেষজ্ঞরা প্রয়োজন মতো রোগীর তথ্য জেনে মূল্যবান পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন।

একই সঙ্গে সংগৃহীত এ তথ্য নিত্যনতুন গবেষণার দ্বার উম্মোচন করবে বলেও মন্তব্য করেন তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh demands $4.52 billion in financial claims from Pakistan

"We raised the historical unsettled issues with Pakistan, including a formal public apology," says foreign secy

1h ago