করোনা সতর্কতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাড়তি নজরদারি

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। স্টার ফাইল ছবি

ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মেনে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ রোববার বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এতে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন প্রবেশপথে আধুনিক হেলথ স্ক্রিনিং যন্ত্র বসানো হয়েছে। আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপে নন-টাচ থার্মাল স্ক্যানার ব্যবহার করছেন বিমানবন্দরের মেডিকেল টিম।

এ ছাড়া, টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরিভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Rangpur mob violence victims’ families decry police inaction

Four arrested, some culprits have gone into hiding, local police say

1h ago