ইসরায়েলে ইরানের হামলায় আহত ১১

তেল আবিবের রামাত আবিব এলাকায় ইরানের হামলার ক্ষতিগ্রস্ত একটি ভবন। ২২ জুন, ২০২৫। ছবি: এএফপি

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছেন।

আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা গুরুতর। বাকি ১০ হালকা আঘাত পেয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দেশটির হোম ফ্রন্ট কমান্ড থেকে আপডেট জারি করে জানিয়েছে, এখন বিভিন্ন অঞ্চলের সুরক্ষিত স্থান ও আশ্রয়স্থল ত্যাগ করতে পারবেন সেখানকার বাসিন্দারা।

আইডিএফ আরও জানিয়েছে, তারা বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান ও বাহিনী অভিযান চালাচ্ছে। বিশেষ করে যেখানে প্রজেক্টাইল পড়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে বিবিসি আরও জানিয়েছে, তদের বিমান বাহিনী পশ্চিম ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, বেন গুরিওন বিমানবন্দরসহ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইরান। অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে আছে সহায়তা ঘাঁটি, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্র।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা করেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে।

Comments

The Daily Star  | English

BNP now a protector of Mujibism, says Nahid

'BNP is now protecting the ideology of Mujibism like the previous government. They are involved in corruption, extortion, and criminal activities just like the previous government,' says NCP chief

58m ago