তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫১০০ ছাড়াল

সিরিয়ার জানদারিস শহরে ধ্বংসস্তুপের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স
সিরিয়ার জানদারিস শহরে ধ্বংসস্তুপের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১০০ ছাড়িয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

আজ মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে বিধ্বস্ত ১০টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ভূমিকম্প আঘাত হানার একদিন পর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠলেও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে লড়াই করছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, আশঙ্কা করা হচ্ছে হাজার হাজার শিশুর মৃত্যু হতে পারে।

১৯৯৯ সালের পর থেকে তুরস্কে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার ভবন ধসে পড়েছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে গেছে। এতে তুরস্ক ও সিরিয়ার বেশ কয়েকটি শহরে কয়েক হাজার মানুষ আহত ও গৃহহীন হয়ে পড়েছেন।

Comments

The Daily Star  | English
zubuyer

Bangladeshi photographer captures stunning nebulae with self-made telescope

Astrophotographer Zubuyer Kaolin captures a stunning Orion Nebula image with a self-built telescope

2h ago