আন্তর্জাতিক

চীনা প্রতিনিধির সঙ্গে বৈঠকে পুতিন

আন্তর্জাতিক পরিস্থিতিকে ‘কঠিন’ হিসেবে উল্লেখ করেছেন পুতিন।
রাশিয়া, চীন, ভ্লাদিমির পুতিন, ওয়াং ই,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে চীনা শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক বেশ ভালোভাবেই এগোচ্ছে। চলতি বছর ২ দেশ বাণিজ্যের নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি চীনের শীর্ষ কূটনীতিককে বলেছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে কথা বলার অপেক্ষায় আছেন এবং আন্তর্জাতিক পরিস্থিতিকে 'কঠিন' হিসেবে উল্লেখ করেছেন পুতিন।

চীনা কূটনীতিককে পুতিনের বলেছেন, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের অপেক্ষায় আছেন। চীনের সহযোগিতা রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে, আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে চীনা শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

Comments