বেলুচিস্তানে ‘আত্মঘাতী’ বোমা হামলায় ৯ পুলিশ নিহত, আহত ১৩
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলানে একটি পুলিশ ভ্যানে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
আজ সোমবার সিবি থেকে কোয়েটায় ফেরার পথে কামব্রি ব্রিজে ভ্যানটি হামলার শিকার হয়।
স্থানীয় কাছি জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাইয়ের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
এসএসপি মাহমুদ নোতজাই বলেন, 'কনস্টেবল ভ্যানটি সিবি থেকে কোয়েটা ফিরছিল। পথে সিবি ও কাছি জেলার সীমান্তবর্তী এলাকায় কামব্রি ব্রিজে বিস্ফোরণ ঘটে।'
তিনি আরও বলেন, 'এটি আত্মঘাতী বোমা হামলা। এক মোটরসাইকেল চালক পুলিশ ভ্যানটিতে ধাক্কা দিলে বিস্ফোরণ হয়।'
তবে হামলার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
আহতদের সিবি সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।
এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আহত পুলিশ সদস্যদের বোলান থেকে কোয়েটায় হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে বেলুচিস্তানের তথ্য বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে।
কোয়েটার হাসপাতালগুলোতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
Comments