বাখমুতের পূর্বাঞ্চল দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার বেসরকারি সামরিক বাহিনী ভগনারের প্রধান বুধবার বলেছেন, ইউক্রেনের বাখমুত শহরের পূর্বাঞ্চল পুরো নিয়ন্ত্রণ নিয়েছে তার বাহিনী।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই দাবি সত্যি হয় তাহলে রুশ বাহিনী প্রায় অর্ধেক শহর নিয়ন্ত্রণে নিয়ে কয়েক মাসের মধ্যে তাদের প্রথম বড় জয় নিশ্চিত করেছে।
গত সপ্তাহে ইউক্রেনের সেনারা বাখমুত থেকে কৌশলগত পশ্চাদপসরণের প্রস্তুতি নিচ্ছিলেন বলে মনে হয়েছিল। কিন্তু, ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতারা এখন ওই অঞ্চলে সেনাদের অবস্থান নিতে ও রুশ সেনাদের মোকাবিলার কথা বলছেন।
স্টকহোমে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাতে কিয়েভের জরুরিভিত্তিতে বিপুল পরিমাণ আর্টিলারি শেল সরবরাহের প্রয়োজন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তিনি বলেন, আমাদের যত দ্রুত সম্ভব এগিয়ে যেতে হবে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বুধবার সকালে জানান, শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সত্ত্বেও... বাখমুত শহরে হামলা অব্যাহত আছে।
ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বলেন, তার যোদ্ধারা বাখমুত দখলে রাশিয়ার অভিযানের নেতৃত্ব দিচ্ছে, তারা শহরটির পূর্বাঞ্চল দখল করেছে।
প্রিগোজিন টেলিগ্রামে জানান, বাখমুতকা নদীর পূর্বদিকের সবকিছুই পুরোপুরি ভগনারের নিয়ন্ত্রণে। নদীটি বাখমুত শহরকে ভাগ করেছে এবং দনেৎস্ক অঞ্চলের এক প্রান্তে অবস্থিত, যা ইতোমধ্যে রাশিয়ার দখলে আছে।
প্রিগোজিন এর আগেও একাধিকবার এমন দাবি করেছিলেন। যদিও রয়টার্স তার সর্বশেষ দাবিটি যাচাই করতে পারেনি।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরাভাতি মঙ্গলবার সরকারি টেলিভিশনকে বলেছিলেন, বাখমুতে আমাদের সেনাদের প্রধান কাজ হচ্ছে শত্রুর যুদ্ধ সক্ষমতা হ্রাস করা।
Comments