রাহুল গান্ধীকে ১ মাসের মধ্যে সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ

লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পর এবার ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এক মাসের মধ্যে সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাহুল গান্ধী। ছবি: এএফপি

লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পর এবার ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এক মাসের মধ্যে সরকারি বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার এনডিটিভি জানায়, এমপি হিসেবে প্রাপ্ত তুঘলক লেনের বাংলো ছাড়ার জন্য রাহুল গান্ধীকে আজ একটি নোটিশ দিয়েছে লোকসভা হাউজিং প্যানেল।

তবে কংগ্রেস থেকে জানানো হয়েছে যে, তারা এ ধরনের কোনো নোটিশ পায়নি। তাছাড়া, রাহুল গুজরাটের আদালতে আপিল করবেন।

২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী 'মোদি' পদবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দুর্নীতিগ্রস্ত পলাতক ললিত মোদি, নীরব মোদির নাম ধরে জানতে চেয়েছিলেন, চোরদের পদবি কেন মোদি হয়? এই মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি মানহানির অভিযোগে মামলা করেন। ২৩ মার্চ সেই মামলায় রায়ে রাহুলের ২ বছরের কারাদণ্ড হয়। রায় পড়ে শোনান সুরাটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, পরদিন ২৪ মার্চ লোকসভা সচিবালয় তার সদস্যপদ খারিজ করে দেয়।

২০১৪ সালে উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর রাহুল গান্ধী নয়াদিল্লিতে ১২, তুঘলক লেনে সরকারি বাংলোটিতে থেকে আসছিলেন।

 

Comments

The Daily Star  | English
Dhaka University suspends exams

DU bans all forms of politics on campus

Dhaka University Syndicate tonight decided to ban all forms of partisan politics by teachers, students and staff on the university campus until further notice

13m ago