বাখমুত ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেন ভাগনার প্রধান

ভাগনার গ্রুপ
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভাগনার গ্রুপের কার্যালয়। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভাড়াটে সেনা ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন।

আজ শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভাগনার সেনাদের আগামী বুধবার দনবাস প্রদেশের গুরুত্বপূর্ণ শহর বাখমুত থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এতে আরও বল হয়, ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন তার সেনাদের দখল করা স্থানে রুশ সেনাদের অবস্থান নিতে বলেছেন।

প্রিগোঝিনের টেলিগ্রাম প্রেস সার্ভিসে প্রকাশিত ভিডিওতে গ্রুপের প্রধান রুশ প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ জনগণের উদ্দেশে খোলা চিঠিতে গোলাবারুদের স্বল্পতার অভিযোগ করেন।

সামরিক সরঞ্জাম না পেলে শহরটি দখলে রাখা সম্ভব হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তার সেনারা আগামী ৯ মের মধ্যে বাখমুত শহর পুরোপুরি দখলে নিতে পারতো। কিন্তু, গত ১ মে থেকে 'আধা সামরিক আমলা'রা তার সেনাদের প্রায় সব সরঞ্জাম দেওয়া বন্ধ করে দিয়েছেন।

প্রিগোঝিন বলেন, 'এপ্রিলের শুরুতে ভাগনারের অস্ত্র শেষ হয়ে যায়। শত্রুরা আমাদের চেয়ে ৫ গুণ বেশি শক্তিশালী হলেও আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু, অস্ত্রের অভাবে প্রতিদিনই হারতে হচ্ছে।'

এসব পরিস্থিতি বিবেচনা করে ভাগনার গ্রুপ আগামী ১০ মে পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবে বলেও এতে উল্লেখ করা হয়।

আগামী ১০ মে বাখমুতের দখলকৃত এলাকা রুশ সেনাদের কাছে হস্তান্তর করা হবে বলে ঘোষণা দেন ইয়েভগেনি প্রিগোঝিন।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

41m ago