কেরালায় হাউসবোট ডুবে ২২ জনের মৃত্যু

নৌকাটিতে ঠিক কত যাত্রী ছিল তা নিশ্চিত জানা যায়নি। তবে ৪০ জনের টিকিট থাকলেও টিকিট ছাড়া আরও অনেককে নৌকায় উঠেছিলেন।
কেরালায় হাউসবোট ডুবি
কেরালার উপকূলীয় জেলা মালাপ্পুরমে উদ্ধারকাজে কর্মীরা। ছবি: রয়টার্স

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার উপকূলীয় জেলা মালাপ্পুরমে হাউসবোট ডুবে নারী-শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার রাজ্য সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে বলেছে, এখন পর্যন্ত ৭ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়, নৌকাটিতে ঠিক কত যাত্রী ছিল তা নিশ্চিত জানা যায়নি। তবে ৪০ জনের টিকিট থাকলেও টিকিট ছাড়া আরও অনেককে নৌকায় উঠেছিলেন।

রাজ্য পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই হাউসবোটটি তানুর এলাকায় থুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে ডুবে যায়।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের আইনপ্রণেতা পিকে কুনহালিকুত্তি গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যেতে পারে।

এছাড়াও, নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টার পর কোনো নৌকা বাইরে থাকার কথা নয়। এই নৌকাটি সেই নিয়ম ভঙ্গ করেছে।

এমনকি, নৌকাটির সেইফটি সার্টিফিকেট ছিল না বলে সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ভারতীয় কোস্ট গার্ড উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ যাত্রীদের খুঁজে পেতে পানির নিচে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করে প্রতি মৃতের পরিবারকে ২ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান আজ রাজ্যে একদিনের শোক ঘোষণা করেছেন।

Comments