ইমরান খান গ্রেপ্তার

ইমরান খান গ্রেপ্তার
ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

অপর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি তার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। সেসময় তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদমাধ্যম ডন জানায়, ইমরান খান ২ মামলার জামিন চাইতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। তারপর সেখান থেকে তাকে ফেডারেল সরকারের আধা সামরিক বাহিনী তাকে তুলে নিয়ে যায়।

পিটিআই আইনজীবী ফয়সাল চৌধুরী সংবাদমাধ্যমটিকে জানান, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্রসচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে আদালতে আসতে বলেন।

প্রধান বিচারপতি তাদের উদ্দেশে বলেন, 'আদালতে আসুন এবং আমাদের বলুন ইমরান খানকে কেন ও কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।'

ডনের প্রতিবেদনে বলা হয়, বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন যে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের গেট দিয়ে ভেতরে যাওয়ার পরপরই আধা সামরিক বাহিনীর গাড়ি সেখানে ঢুকে পড়ে। এরপর গাড়িগুলো গেট আটকে রাখে।

ডনের প্রতিবেদনে বলা হয়, বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন যে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের গেট দিয়ে ভেতরে যাওয়ার পরপরই আধা সামরিক বাহিনীর গাড়ি সেখানে ঢুকে পড়ে। এরপর গাড়িগুলো গেট আটকে রাখে।

এতে আরও বলা হয়, ইসলামাবাদ পুলিশ এক বার্তায় পুলিশের মহাপরিচালক আকবর নাসির খানের বরাত দিয়ে জানায় যে ইমরান খানকে 'কাদির ট্রাস্ট মামলায়' গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ প্রধান আরও বলেছেন, ইসলামাবাদের পরিস্থিতি 'স্বাভাবিক'। সেখানে ১১৪ ধারা জারি করা হয়েছে। এটি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

6h ago