ইমরান খানের গ্রেপ্তার বৈধ: ইসলামাবাদ হাইকোর্ট

ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমরান খানের গ্রেপ্তার বৈধ: ইসলামাবাদ হাইকোর্ট
ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারকে বৈধ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে।

ফয়সাল ফরিদ বলেন, 'আদালত গ্রেপ্তার বৈধ ঘোষণা করেছে। ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আমরা দলের নেতাদের সঙ্গে পরামর্শ করছি।'

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির জানান, পিটিআই সরকারের সময় একটি রিয়েল এস্টেট ফার্ম ৫০ বিলিয়ন রুপি পাচার করেছিল। সেই রুপি যুক্তরাজ্যের থেকে ফেরতও এসেছে। ইমরান খান ও তার স্ত্রী সেই পাচার হওয়া রুপি বৈধ করার জন্য সেই ফার্মের কাছে কয়েক কোটি রুপি নিয়েছে। সেই মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, ইমরান খানকে ৬০ বিলিয়ন রুপি আত্মসাতের জন্য আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Comments