পাকিস্তানে টুইটার, ফেসবুক, ইউটিউব এখনো বন্ধ

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন যে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালুর বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ
ছবি: এএফপি ফাইল ফটো

রাজনৈতিক সংঘাতে জর্জরিত পাকিস্তানে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও ইউটিউব এখনো বন্ধ আছে।

আজ শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন যে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালুর বিষয়ে তারা এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

গত ৯ মে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেপ্তারের পর দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশওয়ারে সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালায়।

সংঘাত বন্ধে সরকার দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সার্ভিসের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে।

সেসময় সরকার টুইটার, ফেসবুক, ইউটিউব ও ইনস্ট্রাগ্রাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানে মাত্র ৩ দিন ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির তথ্যপ্রযুক্তি খাতে অন্তত ১০ বিলিয়ন রুপি ও টেলিকম খাতে অন্তত আড়াই বিলিয়ন রুপি ক্ষতি হয়েছে।

টেলিকম শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এতে আরও জানানো হয় যে, এ ঘটনায় সরকার প্রায় ৮৬০ মিলিয়ন রুপি কর থেকে বঞ্চিত হচ্ছে।

Comments