থাইল্যান্ডে জাতীয় নির্বাচন

সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সরকারের ভাগ্য নির্ধারণের দিন

থাইল্যান্ডে নির্বাচন
ব্যাংককে ভোট দিচ্ছেন পিউ থাই দলের অন্যতম নেতা পাইতংতার্ন শিনাওত্রা। ছবি: এএফপি

সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সরকারের শাসনে চলা থাইল্যান্ডে জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে।

আজ রোববার স্থানীয় সময় সকালে দক্ষিণপূর্ব এশিয়ার পর্যটনসমৃদ্ধ দেশ থাইল্যান্ডে নির্বাচন শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানে জর্জরিত থাইল্যান্ডে প্রায় ৫ কোটি ২০ লাখ ভোটার ভোট দেবেন।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনপূর্ব জরিপে বিরোধী পিউ থাই ও মুভ ফরওয়ার্ড দল অধিকাংশ আসন পাওয়ার আভাস পাওয়া গেছে। তবে তারা সরকার গঠন করতে পারবে বলে নিশ্চয়তা দেওয়া যায় না। কেননা, পার্লামেন্টের আইনগুলো সেনাবাহিনীর তৈরি।

ব্যাংককের মধ্যাঞ্চলের এক কেন্দ্রে ভোট দেওয়া ওয়ংসাক না চিয়েংমাই বার্তা সংস্থাটিকে বলেন, 'এই নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

'আজ সিদ্ধান্ত নেওয়ার দিন' শিরোনামে প্রতিবেদনে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, এই নির্বাচনের মাধ্যমে দেশটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেশটির আমূল পরিবর্তন হবে, নাকি বর্তমান অবস্থাই বিরাজ করবে তা নির্ধারণের দিন।

৭০টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, পিউ থাই দলের অন্যতম নেতা পাইতংতার্ন শিনাওত্রা ব্যাংককে ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, 'আশা করছি, দিনটি ভালো যাবে।'

থাইল্যান্ডের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এটি সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট সরকারের ভাগ্য নির্ধারণ করবে।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago