ভূমিকম্পের পর ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

ব্যাংককে ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে অ্যাম্বুলেন্সের সারি। ছবি: এএফপি

শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

বার্তা সংস্থা এএফপি জানায়, আজ শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এ ঘোষণা দেন।  

সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পে কেন্দ্রস্থল মিয়ানমারের পাশাপাশি ব্যাংককেও অনেক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। 

উত্তর ব্যাংককের একটি নির্মাণাধীন ৩০তলা ভবন ধসে পড়েছে, যার ভেতরে অন্তত ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশও অনূভূত হয়েছে এ ভূমিকম্প। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Comments

The Daily Star  | English

From lost playgrounds to booming business

In the memories of those who grew up before the turn of the millennium, the playground was a second home.

1h ago