‘রাশিয়ায় দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়ে আইসল্যান্ড সম্পর্ক নষ্ট করেছে’

আইসল্যান্ড গতকাল শুক্রবার বলেছে, ১ আগস্ট থেকে মস্কোতে দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হবে।
ছবি: রয়টার্স

আইসল্যান্ড মস্কোতে নিজেদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক 'নষ্ট' করেছে বলে উল্লেখ করেছে রাশিয়া।  

আজ শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসল্যান্ড গতকাল শুক্রবার বলেছে, ১ আগস্ট থেকে মস্কোতে দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হবে। কারণ ২ দেশের মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক 'সর্বকালের সর্বনিম্ন স্তরে'। রাশিয়াকে রেইকিয়াভিকে কূটনৈতিক কার্যক্রম কমাতেও বলেছে আইসল্যান্ড।

এর জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর জন্য আইসল্যান্ড কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত রুশ-আইসল্যান্ডিক সহযোগিতার পুরো পরিসরকে ধ্বংস করে দিয়েছে।'   

বিবৃতিতে রাশিয়া আরও বলে, 'ভবিষ্যতে আইসল্যান্ডের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমরা এই অবন্ধুসুলভ সিদ্ধান্তকে বিবেচনায় রাখব।' 

তবে সিদ্ধান্ত ঘোষণা করার সময় আইসল্যান্ড বলেছিল, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়নি এবং সম্পর্ক স্বাভাবিক হলে দূতাবাস পুনরায় চালু করা হবে।

Comments