নাইজেরিয়ায় নৌকাডুবি, মৃত্যু শতাধিক

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকাসানমি আজায়ই বার্তা সংস্থাটিকে টেলিফোনে বলেন, ‘অন্তত ১০৩ জনের মরদেহ পাওয়া গেছে। আরও ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।’
নাইজেরিয়ায় নৌকাডুবি
ছবি: এএফপি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় কোয়ারা রাজ্যে বিয়ের অতিথি বহন করা নৌকা ডুবিতে শতাধিক মানুষ মারা গেছেন।

আজ বুধবার পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাশে নাইজার রাজ্যে একটি বিয়ের অনুষ্ঠান থেকে কোয়ারাতে ফেরার পথে নৌকাটি ডুবে যায়।

গতকাল কোয়ারা রাজ্যের গভর্নর অফিস ও স্থানীয় পুলিশ নৌকাডুবির কারণ উল্লেখ না করে গণমাধ্যমকে জানায়, নৌকার যাত্রীরা পাতিগি জেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

এক বার্তায় বলা হয়, 'গভর্নর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গত সোমবার রাত থেকেই তিনি উদ্ধার কাজ পর্যবেক্ষণ করছেন।'

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকাসানমি আজায়ই বার্তা সংস্থাটিকে টেলিফোনে বলেন, 'অন্তত ১০৩ জনের মরদেহ পাওয়া গেছে। আরও ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।'

'অনুসন্ধান ও উদ্ধার কাজ এখনো চলছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে,' যোগ করেন তিনি।

অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা নাইজেরিয়া মাঝে-মধ্যে ঘটে থাকে বলেও প্রতিবেদনে মন্তব্য করে বলা হয়, গত মাসে সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রী বহন করা একটি নৌকা ডুবে ১৫ শিশু মারা যায় এবং নিখোঁজ হয় আরও ২৫ জন।

ঠিক এক বছর আগে একই নদীতে নৌকা ডুবে ২৯ শিশু মারা যায়।

Comments