নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার-ট্রাক সংঘর্ষে অন্তত ৪৮ নিহত

এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট হয়নি।  ট্রাকটিতে করে গবাদি পশুও নিয়ে যাওয়া হচ্ছিল। অন্তত ৫০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।
নাইজেরিয়া সড়ক দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। ছবি: ডয়চে ভেলে
নাইজেরিয়া সড়ক দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। ছবি: ডয়চে ভেলে

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার জরুরি সেবাদাতা সংস্থা জানিয়েছে, নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতদের পুরো দেহ পুড়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলের কাছে তাদের গণকবরে সমাধিস্থ করা হয়েছে।

এই দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনো স্পষ্ট হয়নি।  ট্রাকটিতে করে গবাদি পশুও নিয়ে যাওয়া হচ্ছিল। অন্তত ৫০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নাইজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ট্রাকে যাত্রী ও পশু ভর্তি ছিল। ট্রাকটি উত্তর ক্যানো রাজ্যে যাচ্ছিল।

গভর্নরের আবেদন

নাইজারের গভর্নর মোহাম্মদ উমায়ু বাগো এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাকবলিত এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। চালকদের সতর্ক হয়ে গাড়ি চালাতে ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

নাইজেরিয়ায় গুরুতর সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

নাইজেরিয়ার কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানিয়েছে, ২০২০ সালে এক হাজার ৫৩১টি গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছিল।

এপি, ডিপিএ

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

32m ago