ভাগনার গ্রুপের প্রধানের কর্মকাণ্ডকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন পুতিন

‘রাশিয়া ভবিষ্যতের জন্য লড়াই করছে এবং এখন আমাদের ঐক্য দরকার।’
ভ্লাদিমির পুতিন | রয়টার্স  ফাইল ফটো
ভ্লাদিমির পুতিন | রয়টার্স ফাইল ফটো

ঐক্যের আহ্বান জানিয়ে রাশিয়ার ভাড়াটে সেনা ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের কর্মকাণ্ডকে 'বিশ্বাসঘাতকতা' বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, রাশিয়া ভবিষ্যতের জন্য লড়াই করছে এবং এখন আমাদের ঐক্য দরকার।

যা ঘটছে তাকে তিনি বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।

আজ শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভাগনার গ্রুপের যোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিল যে, তারা প্রিগোঝিনের অপরাধমূলক অভিযানে জড়িত ছিল এবং একটি সশস্ত্র বিদ্রোহে অংশ নিয়েছিল।

যোদ্ধারা আত্মসমর্পণ করলে মন্ত্রণালয় সবার নিরাপত্তার নিশ্চয়তা দেয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, কিছু যোদ্ধা সেনাবাহিনীর অনুরোধে তাদের প্রাথমিক অবস্থানে ফিরে এসেছে।

এ দিকে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার সকালে টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে তার বিদ্রোহের কথা উল্লেখ করে বলেছেন, ভাগনার গ্রুপের ভাড়াটে সৈন্যদের সবাই মরতে প্রস্তুত।

তিনি একটি অডিও বার্তায় বলেন, 'আমরা সবাই মরতে প্রস্তুত। আমার বাহিনীর ২৫ হাজার সেনা মৃত্যুর জন্য প্রস্তুত আছেন। রাশিয়ার জনগণের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।'

ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তার দল এখন রোস্তোভ-অন-ডনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে তাকে দেখার অনুমতি না দেওয়া হলে তিনি মস্কো পর্যন্ত ১ হাজার মাইল পদযাত্রা করবেন।

প্রিগোঝিন দুটি ভিডিও প্রকাশ করেছেন। যা সদর দপ্তরের অভ্যন্তরে করা হয়েছে বলে জানা গেছে।


 

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

1h ago