যুক্তরাষ্ট্রে ‘ইন্ডিপেন্ডেন্স ডে’র আগে বন্দুক হামলায় নিহত ১০

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলার ঘটনাস্থলে তদন্তকাজ পরিচালনা করছে স্থানীয় পুলিশ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে পৃথক বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার 'ইন্ডিপেন্ডেন্স ডে' উদযাপনের আগে দেশটির ফিলাডেলফিয়া, বাল্টিমোর এবং ফোর্ট ওয়ার্থে এসব হামলার ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত বছর ইলিনয় স্টেটের শিকাগোর শহরতলীতে ৪ জুলাই ইনডিপেন্ডেন্স ডে প্যারেডে গুলিতে অন্তত ৬ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হন।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে সোমবার রাতে একটি অনুষ্ঠানের পর সেখানে বন্ধুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় বন্দুক হামলার ঘটনায় ৫ জন নিহত এবং ২ জন আহত হয়। 

স্থানীয় পুলিশ জানায়, বুলেট-প্রুফ ভেস্ট পরা সন্দেহভাজন সেখানে গুলি চালায়। 

আগের দিন মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়।

তবে পৃথক এসব বন্দুক হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল আউটল বলেছেন, 'সন্দেহভাজন ৪০ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কেন এ হামলা হয়েছে তা আমরা এখনো জানি না।'

ফোর্ট ওয়ার্থের সিনিয়র পুলিশ কর্মকর্তা শন মারে জানান, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বাল্টিমোরের বন্দুক হামলার ঘটনায় পুলিশ একাধিক সন্দেহভাজনকে খুঁজছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৪০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেগুলোতে অন্তত ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

41m ago